
সল্টলেকে তোলাবাজি কাণ্ডে ধৃত তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। এদিন বিধাননগর আদালতে পেশ করা হলে বিচারক তাকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শুধু অনিন্দ্যই নয়, তার ২ সাগরেদ সিন্ধু মণ্ডল ও মহম্মদ নাসিমকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন অনিন্দ্য চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন পেশ করলেও সরকারি আইনজীবী তার বিরোধিতা করেন। আদালতে তিনি দাবি করেন, ইতিমধ্যেই সল্টলেকের বেশ কয়েকজন ব্যবসায়ী অনিন্দ্য চট্টোপাধ্যায়কে টাকা দিত বলে স্বীকার করে তা পুলিশকে জানিয়ে গেছেন। এই মামলার তদন্তও এখনও শেষ হয়নি। ফলে এখন অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মত জনপ্রতিনিধি ছাড়া পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারে। প্রমাণ লোপাটের চেষ্টাও হতে পারে। সব শোনার পর বিচারক জানান, যা অভিযোগ উঠছে তা কোনও জন প্রতিনিধিকে শোভা পায়না। অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ তার ২ সঙ্গীর জামিনের আর্জি খারিজ করে দেন তিনি।