
আবেশ দাশগুপ্তের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হল নিয়ম মেনেই। তবে এখনও বাড়ির কেউ মেনে নিতে পারছেন না তাঁদের ছেলে আর নেই। এদিন আবেশের ছবিতে মাল্যদান করতে বাড়িতে হাজির ছিলেন পরিবারের লোকজন। অভিভাবকদের সঙ্গে এসেছিল তার পুরনো বন্ধুরাও। তাদের বন্ধুর মৃত্যুর সুবিচার চেয়েছে তারা। এদিন আবেশের বাড়িতে হাজির হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দাশগুপ্ত পরিবারের সঙ্গে দীর্ঘ দিনের পরিচিতি তাঁর। এদিন আবেশের মা ও শোকার্ত পরিবারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তিনি। পরে ঋতুপর্ণা জানান, তিনি চান আবেশের মৃত্যুর সুবিচার হোক।