
রবিবার রাতে আচমকাই বেজে ওঠে ফোন। ফোন খুলে তাঁরা দেখেন এসএমএস এসেছে। কিন্তু এসএমএস পড়তে গিয়েই চক্ষু চড়কগাছ। এটিএম কার্ড তাঁর কাছে অথচ এসএমএস দেখাচ্ছে তখনই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। টাকা তোলা হয়েছে পার্ক স্টিটের একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম থেকে। তিনি তো কোনও টাকা তোলেননি। তবে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলল কে? পরদিন সকালে সকলেই হাজির হন ব্যাঙ্কে। ব্যাঙ্কের কসবা শাখায় তাঁদের অ্যাকাউন্ট। সেখানে দেখা যায় এমন ঘটনা ঘটেছে সাতজন গ্রাহকের সঙ্গে। তাঁদের প্রত্যেকের এটিএম থেকেই টাকা তোলা হয়েছে মাত্র আধঘণ্টার মধ্যে। পার্ক স্টিটে ব্যাঙ্কের এটিএম থেকেই সেই টাকা তোলা হয়েছে। সাতজনের মিলিয়ে ভ্যানিস টাকার অঙ্ক ২ লক্ষ ৩১ হাজার। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অনুমান কার্ড ক্লোনিং করেই এই টাকা তোলা হয়েছে। ব্যাঙ্কের তরফে নিজস্ব তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশও তদন্ত শুরু করেছে।