
এলাকায় দীর্ঘদিন ধরে চলা মদ-জুয়ার ঠেক পাড়ার পরিবেশ নষ্ট করছে। তাই তার প্রতিবাদ করেছিলেন নজরুল ইসলাম। সেই প্রতিবাদের খেসারত দিতে হল তাঁকে। প্রকাশ্য রাস্তায় তাঁকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ার পরও নজরুলের দেহে প্রাণ ছিল। কারা তাঁর ওপর এই হামলা চালিয়েছে তাদের নাম জানিয়ে দিয়ে যান তিনি। তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পাড়ার প্রতিবাদীকে এভাবে কুপিয়ে খুনের ঘটনায় মেটিয়াবুরুজের লিচুবাগান এলাকায় শুক্রবার রাত থেকেই উত্তেজনা ছড়ায়। জুয়া, মদের ঠেক নিয়ে প্রতিবাদে সরব হন এলাকার মানুষজন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।