
সাতসকালে মাঝেরহাট ব্রিজে উল্টে গেল ১টি মাটাডোর। মৃত্যু হল ১ জনের। আহত ১০ জন। তাঁদের মধ্যে ৬ জনকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রের খবর, রবিবার সকাল ৬টা নাগাদ মাঝেরহাট ব্রিজের ওপর দিয়ে ১১জনকে নিয়ে যাচ্ছিল একটি টাটা ৪০৭ গাড়ি। উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সেটির ধাক্কা লাগে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ৪০৭টি উল্টে যায় পাশের ফুটপাথে। ছিটকে পড়েন যাত্রীরা। স্থানীয় মানুষজনের চেষ্টায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ১ যুবকের মৃত্যু হয়। তার বাবাও ওই গাড়িতেই ছিলেন। তবে তাঁর চোট গুরুতর নয়।