
কিশোর আবেশ দাশগুপ্তের মৃত্যু পর ৯ দিন কেটে গেলও এখনও ঘোটা ঘটনা নিয়ে অন্ধকারে পুলিশ। পুলিশ সূত্রের খবর, বয়ানে অসঙ্গতি থাকায় সোমবারও আবেশের ৭ বন্ধুকে লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ডেকে পাঠানো হয়েছে সানি পার্কের ওই বহুতলে আসার আগে যে প্রিন্সটন ক্লাবে আবেশ ও তার ১৬ বন্ধু মিলে খাওয়া দাওয়া করেছিল, সেই ক্লাবের কর্মীদের। এমনকি আবেশের মাকে নিয়ে ঘটনাস্থলেও একবার যাওয়ার সম্ভাবনা রয়েছে পুলিশের। সিসিটিভি ফুটেজের ২২ সেকেন্ডের ছবি নেই। এই মিসিং লিঙ্কই জট খুলতে দিচ্ছে না বলে মনে করছেন অনেকে। তবে জিজ্ঞাসাবাদে আসল তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।