
আবেশ মৃত্যু রহস্যের জট এখনও কাটল না। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ফের আবেশের ৬ বন্ধুকে লালবাজারে ডেকে পাঠান তদন্তকারী আধিকারিকরা। আবেশ রক্তাক্ত হওয়ার পর এই ৬ বন্ধুই সানি পার্ক আবাসন থেকে চলে যায়। যেখানে তাদেরই এক বন্ধু ওভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে, সেখানে তাকে সাহায্য না করে তারা চলে গেল কেন তার উত্তর খুঁজতেই এই তলব বলে জানা গিয়েছে। এছাড়া সানি পার্কের ওই বহুতলের এক নিরাপত্তারক্ষীকেও এদিন লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন তদন্তকারী আধিকারিকরা।