
আবেশ মৃত্যু রহস্যের জট খুলতে এবার ঘটনাস্থলে হাজির হল সেন্ট্রাল ফরেনসিক দল। সানি পার্কে এদিন বেশ কিছুক্ষণ ঘুরে দেখেন তাঁরা। কয়েকটি নমুনাও সংগ্রহ করেন। এদিকে এদিন কিছু তথ্য পুলিশের হাতে তুলে দিতে লালবাজারে হাজির হয়েছিলেন আবেশের মামা। আবেশ মৃত্যুর জট কাটাতে প্রতিদিনই বন্ধু ও নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। প্রথম দিকে মৃত্যুর ঘটনা নেহাই দুর্ঘটনা বলে দাবি করলেও, এখন লালবাজারের তৎপরতা অন্য ইঙ্গিত বহন করছে বলেই মনে করছেন অনেকে। পুলিশ দুর্ঘটনা বললেও আবেশের পরিবার বারবার দাবি করে যে আবেশের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে।