
চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার হল এক শিক্ষক। ছাত্রীর অভিভাবকদের অভিযোগক্রমেই অসীম রায় নামে ওই শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে বিরাটির একটি স্কুলে। এখানে প্রাথমিক বিভাগে চতুর্থ শ্রেণির এক ছাত্রী বাড়িতে জানায় স্যার তাকে কুপ্রস্তাব দিয়েছে। ছাত্রীর মুখ থেকে সব শোনার পর ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে জানান। অভিযোগ, তারপরও স্কুল কর্তৃপক্ষ উদাসীন থাকায় পরিবারের তরফ এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। ওই স্কুলের অন্য বেশ কয়েকজন অভিভাবকের দাবি, এটা প্রথম নয়, তাঁদের মেয়েদের ক্ষেত্রেও অভিযুক্ত শিক্ষক অশালীন প্রস্তাব দিয়েছিল।