
বৃষ্টিতে হড়হড় করছিল ন্যাড়া ছাদ। কিন্তু ৩ বছরের প্রিন্সের এসব বোঝার বয়স হয়নি। খেলতে খেলতে সে চলে গিয়েছিল ছাদের একদম কিনারায়। সেখানে জমেছিল শ্যাওলা। আর সেই শ্যাওলায় পা হড়কে ছোট্ট প্রিন্স গিয়ে পড়ে নিচের তলার কার্নিশে। তারপর কার্নিশ থেকে আছাড় খেয়ে পড়ে রাস্তায়। রক্তাক্ত অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ছোট্ট প্রিন্সকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মানিকতলার মুরারিপুকুর এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় গোটা পাড়ায় শোকের ছায়া নেমে আসে।