
কলকাতার মোহরকুঞ্জ থেকে উদ্ধার হল এক কাজুবাদাম ব্যবসায়ীর দেহ। গাছের ডালে ঝুলছিল দেহটি। হেস্টিংস থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা চন্দ্রশেখর পাত্র নামে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ভাইকে দেখতে কলকাতায় আসেন। এসএসকেএমে ভাইকে দেখে বাইরে বেরিয়ে কাছের মোহরকুঞ্জ উদ্যানে ঢুকে পড়েন তিনি। ঠিক কী কারণে ওই কাজুবাদাম ব্যবসায়ী আত্মহত্যা করলেন তা এখনও পরিস্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। মোহরকুঞ্জের মত একটি উদ্যানের গাছে গলায় দড়ি দেওয়ার ঘটনায় উদ্যানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।