
অনেকটা সিনেমার মত। সরু থেকে তস্য সরু অলিগলি দিয়ে এঁকে বেঁকে পালাচ্ছে দুষ্কৃতীরা। আর তাদের পিছু ধাওয়া করেছে পুলিশ। দীর্ঘক্ষণের টানটান ধাওয়ার পর অবশেষে পুলিশের কাছে হার মানল ‘খারাপ লোক’-এর দল। একপ্রস্ত কিল চড়ের পর তাদের ধরে নিয়ে গেল পুলিশ। রিল লাইফের সেই সিকোয়েন্স এবার ধরা পড়ল রিয়েল লাইফে। উত্তর ২৪ পরগনার মাইকেল নগরে ঠিক এভাবেই তাড়া করে ৩ ছিনতাইবাজকে পাকড়াও করল পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ভোজালি, পাইপগান, ছুরি। তবে ৩ জনকে পাকড়াও করা গেলেও বাকি ৩ জন পালাতে পেরেছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বুধবার সকালে বেলগাছিয়া থেকে বসিরহাটে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী শ্যামল বিশ্বাস। তাঁর সঙ্গে থাকা ব্যাগে সাড়ে পাঁচ লক্ষ টাকা ছিল। পুলিশ সূত্রের খবর, এয়ারপোর্ট ২ নম্বর গেটের কাছ থেকে বাসে ওঠে জনা ছয়েক যুবক। মাইকেল নগর আসতেই তারা আচমকা পকেট থেকে পাইপগান বার করে ওই ব্যবসায়ীকে জোর করে বাস থেকে টেনে নামায়। তারপর তাঁর হাত থেকে টাকার ব্যাগ কেড়ে নিয়ে ছুট লাগায়। এদিকে ঠিক তখনই সেখানে বিশেষ, কাজে হাজির হয়েছিলেন কয়েকজন সাদা পোশাকের পুলিশ। শ্যামলবাবুর চিৎকারে তাঁরা বিষয়টি বুঝতে পেরে ছিনতাইবাজদের ধাওয়া করতে শুরু করেন তাঁরা। শুরু হয় ওই এলাকার অলিগলিতে চোর-পুলিশ খেলা। অবশেষে অনেক অলিগলি ঘুরে ৩ জনকে পাকড়াও করতে সমর্থ হয় পুলিশ। উদ্ধার হয় টাকা ভর্তি ব্যাগ।