
সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার পিএসি-র চেয়ারম্যান পদ গ্রহণ বিতর্ক এখনও অব্যাহত। এরমধ্যেই শুক্রবার পিএসির বৈঠক করলেন মানস ভুঁইয়া। যাতে যোগ দিলেন বামেরা। ভোটের আগের জোট ধর্ম পালন করে যাঁকে পিএসির চেয়ারম্যান করতে আবদুল মান্নান, অধীর চৌধুরীদের প্রচেষ্টার খামতি ছিল না, সেই সুজন চক্রবর্তীকে এদিন দেখা গেল পিএসি বৈঠকে। তবে কংগ্রেসের কোনও বিধায়ককে এদিন বৈঠকে দেখতে পাওয়া যায়নি। বামেদের যুক্তি পিএসি চেয়ারম্যান পদ নিয়ে বিতর্ক কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়। এজন্য তাদের পিএসি বৈঠকে না যাওয়ার কিছু নেই। এদিকে সবংয়ে তৃণমূল নেতা খুনে মানস ভুঁইয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে খোলাখুলি তাঁর পাশে দাঁড়িয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাফ জানিয়েছেন মানস ভুঁইয়াকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। এর বিরুদ্ধে কংগ্রেসকর্মীদের পথে নামারও নির্দেশ দেন তিনি। এদিন কংগ্রেসের একটি প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করে মানস ভুঁইয়ার সমর্থনে একটি স্মারকলিপিও জমা দিয়ে আসেন। যদিও সে দলে মানস ভুঁইয়া ছিলেন না।