
রিপন স্ট্রিট ও আলিমুদ্দিন স্ট্রিটের মাঝে এজেসি বোস রোডের ফুটের ধার থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। বছর ২৫-এর ওই তরুণীর গলায় কালশিটের দাগ রয়েছে। পুলিশ এসে ফুটের রেলিংয়ের ধারে পড়ে থাকা ওই তরুণীর দেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে আশপাশে কোথাও নয়, সম্ভবত তাঁকে দূরে কোথাও খুন করে এখানে দেহটি ফেলে গেছে হত্যাকারীরা। এদিকে এভাবে রাস্তার ধারে এক তরুণীর দেহ ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত।