
বড়বাজার থেকে উদ্ধার হল ৬৫ কেজি সোনা। শুল্ক দফতরের আধিকারিকরা এই সোনা উদ্ধার করেন। সূত্রের খবর, এই বিপুল পরিমাণ সোনা মায়ানমার থেকে পাচার করা হয়েছিল বলে মনে করছে পুলিশ। উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য ১৯ কোটি টাকা। এদিকে সোনা পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে এক মায়ানমারের নাগরিক ও এক মণিপুরের বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। কিভাবে এই বিপুল পরিমাণ সোনা পাচার হয়েছিল তা খতিয়ে দেখছে তারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সুলুক সন্ধানে নেমেছেন পুলিশ আধিকারিকরা।