
রিপন স্ট্রিট ও আলিমুদ্দিন স্ট্রিটের মাঝখানে ফুটপাথের ধার থেকে উদ্ধার তরুণীর মৃত্যু রহস্যের কিনারা করতে নেমে সোমবার ১ জনকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তিকে হুগলির পান্ডুয়া থেকে আটক করা হয়। পার্ক স্ট্রিট থানার পুলিশের ১টি দল ওই ব্যক্তিকে আটক করে কলকাতায় নিয়ে আসে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যারহস্যের কিনারা করতে চাইছে পুলিশ। দেখা হচ্ছে ফোনের কল লিস্টও। ওই তরুণীর পরিচিতদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আটক ব্যক্তির কথা জানতে পারে পুলিশ। ২০১১ সালে ওই তরুণীর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাঁর শ্বশুর বাড়িতে অশান্তি চলছিল। মাসখানেক আগে তিনি বাপের বাড়িতে চলেও আসেন। কিন্তু কে তাঁকে শ্বাসরোধ করে খুন করল তা খুঁজে পাওয়ার চেষ্টা করছে পুলিশ। কারণ পুলিশের ধারণা আটক ব্যক্তি খুনে সাহায্য করলেও সে নিজে হাতে খুন করেনি। খুন করেছে অন্য কেউ।