
সুচিত্রা সেন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক সেলিব্রিটির চিকিৎসক হিসাবে তাঁর নাম বারবার উঠে এসেছে খবরের শিরোনামে। সেই চিকিৎসক সুব্রত মৈত্রের মৃত্যু হল বৃহস্পতিবার। দেড় বছর ধরে তিনি ব্রেন ক্যানসারে ভুগছিলেন। গত ১৪ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই এদিন বিকেল ৩টে ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর। বিশিষ্ট এই চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চিকিৎসক মহলে।