
ছবি বিক্রিত করাটা চলছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু সেটা তেমন পাত্তা দেননি তিনি বা তাঁর স্বামী। কিন্তু বাংলাদেশের ৩টি পোর্টালে প্রকাশিত একটি রিপোর্টে আর স্থির থাকতে পারেননি তাঁরা। সোজা হাজির হন লালবাজারে। শুক্রবার স্বামী সৌরভ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে লালবাজারে আসেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ মধুমিতা চক্রবর্তী। কথা বলেন পুলিশ কর্তাদের সঙ্গে। তাঁদের হাতে তুলে দেন সব তথ্য। আর আবেদন জানান, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হোক দোষীদের বিরুদ্ধে। পরে দুজনে জানান, গোয়ায় দেহব্যবসা করতে গিয়ে মধুমিতা গ্রেফতার হয়েছেন বলে একটি খবর প্রকাশ করা হয়েছিল ওই ওয়েবে। পরে তা ভাইরালের মত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অথচ গোয়ায় তাঁরা যাননি। কলকাতায় ছিলেন বলে জানান মধুমিতা ও সৌরভ। পুরো খবরটাই ভুয়ো এবং অন্য এক মহিলাকে গ্রেফতারের গল্পে মধুমিতার নাম বসিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা। মধুমিতা চক্রবর্তীর সঙ্গে ঘটা এমন একটি ঘটনায় ক্ষুব্ধ গোটা টলি পাড়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।