
এ যেন উলট পুরাণ! শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু হল এক যুবকের। ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। যুবকের পরিবারের দাবি, তাঁদের ছেলেকে শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে। এই অভিযোগে রবিবার দুপুরে শ্বশুরবাড়িতে ভাঙচুরও চালান তাঁরা। পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে সন্তোষপুরের জোড়া ব্রিজের কাছে শ্বশুরবাড়িতে যান সুরেশ নাইয়া। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। সেখানেই রাতে ছিলেন সুরেশ। তাঁর শ্বশুরবাড়ির লোকজন রবিবার সকালে সুরেশের বাড়িতে ফোন করে বলেন সকালে চা খাওয়ার পর থেকেই জামাই অসুস্থ অনুভব করায় তাঁরা তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। যদিও সুরেশকে বাঁচানো যায়নি। সুরেশের বাড়ির লোকের দাবি, কোনও রহস্যমৃত্যু নয়, সুরেশকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। রবিবার দুপুরে এই অভিযোগে সুরেশের শ্বশুরবাড়িতে ভাঙচুরও চালান তাঁরা। কিন্তু কেন মিছিমিছি জামাইকে খুন করতে যাবেন তাঁরা? সুরেশের পরিবারের দাবি, সুরেশের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেকথা সুরেশে জেনে যাওয়ায় তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হল। সুরেশ নাইয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।