
তোলাবাজির অভিযোগে ফের গ্রেফতার তৃণমূল নেতা। এবার খোদ কলকাতায়। ধর্মতলার ময়দান মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগক্রমে স্থানীয় তৃণমূল নেতা তনভিরকে গ্রেফতার করে ময়দান থানা। ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি এখানে ব্যবসায়ী সংগঠন থাকা সত্ত্বেও আইএনটিটিইউসি-র ছাতার তলায় নতুন একটি ব্যবসায়ী সংগঠন তৈরি করেছিলেন তনভির। সেই সংগঠনের নাম করে তাঁদের কাছ থেকে টাকাও তোলা হচ্ছিল বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমনকি কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে মোটা অঙ্কের টাকাও জরিমানা হিসাবে গুনতে বাধ্য করা হচ্ছিল বলে পুলিশের কাছে অভিযোগ জানান ব্যবসায়ীরা। তনভিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত ১৭ অগাস্ট ময়দান থানায় বিক্ষোভও দেখান তাঁরা। এরপর পুলিশ সোমবার ময়দান থানা এলাকা থেকেই তোলাবাজির অভিযোগে তনভিরকে গ্রেফতার করে।