
গিরিশ পার্ক এলাকায় অটোতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। প্রশ্ন উঠেছে শহরের অন্যতম ব্যস্ত এলাকাতেও সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে। পুলিশ সূত্রের খবর, গত রবিবার রাত ১১টা নাগাদ গিরিশ পার্ক থেকে হাওড়া যাওয়ার জন্য একটি অটোতে ওঠেন এক তরুণী। অভিযোগ, তারপরই অটোতে কয়েকজন যুবক উঠে পড়ে। অটো চালক সঠিক রাস্তায় না নিয়ে গিয়ে অটোটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। আগ্নেয়াস্ত্র দেখানোয় ভয়ে ওই তরুণী চেঁচাতেও পারেননি। ফাঁকা জায়গায় অটো দাঁড় করিয়ে ওই তরুণীর কাছে থাকা ৫ হাজার টাকা ও গলায় থাকা সোনার হার সহ অন্যান্য গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে গিরিশ পার্ক থানায় এসে সবকিছু জানান ওই তরুণী। পুলিশ তদন্ত শুরু করেছে।