
এক বার ডান্সারকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানা। ১৫ দিন বেপাত্তা থাকার পর বুধবার রাতে অভিজিৎ সরকার নামে ওই যুবককে সল্টলেক থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, গত ১০ অগাস্ট পূর্ব পরিচিত ওই বার ডান্সারকে বৈশাখীর একটি হোটেলে নিয়ে যায় অভিজিৎ। অভিযোগ হোটেলের ঘরে মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে ওই বার ডান্সারকে ধর্ষণ করে সে। পরে তাকে হোটেল থেকে নিয়ে যায় উল্টোডাঙায়। সেখানে তাকে ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ওই যুবক। পরে ওই মহিলা বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিজিৎ সরকারের খোঁজ শুরু করে পুলিশ। ১৫ দিন পালিয়ে বেড়ানোর পর অবশেষে তাকে ধরতে সমর্থ হল পুলিশ।