
সল্টলেকের একটি আইটি সংস্থায় হানা দিল জার্মান গোয়েন্দা ও সিআইডির একটি দল। সংস্থাটি একটি জার্মান সংস্থার হয়ে কাজ করত। অভিযোগ ওই জার্মান সংস্থার নিজের দেশে যে ক্লায়েন্ট বেস রয়েছে তাদের কাছ থেকে প্রযুক্তির সাহায্যে বেআইনিভাবে টাকা নিয়েছে সল্টলেকের এই সংস্থা। তাদের বিরুদ্ধে কয়েক কোটি টাকার প্রতারণারও অভিযোগ রয়েছে। সেই ঘটনার তদন্তেই এদিন জার্মান পুলিশের চার সদস্যের একটি গোয়েন্দা দল ও সিআইডি আধিকারিকরা সংস্থার সেক্টর ফাইভের দফতরে হানা দেয়। পরীক্ষা করা হয় তাদের সব কম্পিউটার। সংস্থার দুই মালিক সহ সংস্থায় কর্মরত কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা।