Kolkata

ঘণ্টা খানেকের বৃষ্টিতে বানভাসি কলকাতা

প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা। বানভাসি শহরে প্রবল যানজটে নাকাল হতে হয় মানুষজনকে। শনিবার সকালে অবশ্য আবহাওয়া দেখে বোঝার উপায় ছিলনা। কিন্তু ঘড়ির কাঁটা ১০টা পার করতেই ক্রমশ আকাশের শুরু হয় মেঘের আনাগোনা। আধঘণ্টার মধ্যেই ঘন মেঘে ছেয়ে যায় আকাশ। ১১টা থেকে শুরু হয় বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টি হচ্ছে। যা ক্রমশ বাড়বে। রবিবার বৃষ্টি প্রবল আকার নেবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কিন্তু শনিবার বেলা দেড়টা পর্যন্ত যে বৃষ্টি উত্তর ও মধ্য কলকাতায় হয়েছে তাতেই থমকে গেছে জনজীবন। প্রত্যেক রাস্তায় যানজটের সৃষ্টি হয়। মানিকতলা, বেলেঘাটা, কাঁকুড়গাছি, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড সর্বত্র জল জমে যায়। সমস্যা আরও বাড়ায় বিবেকানন্দ রোডের ওপর পড়ে যাওয়া একটি গাছ। যার জেরে যানজট চরম আকার নেয়। গঙ্গায় জোয়ার থাকায় জল নামার সম্ভাবনাও কম বলে পুরসভার তরফে জানান হয়। এদিন ঘণ্টা খানেকের বৃষ্টির পরিমাণ অনেক জায়গায় প্রায় ১০০ মিলিমিটার ছুঁয়েছে। ফলে জমা জল থেকে দুপুরে রেহাইয়ের সম্ভাবনা কমে যায়। সেপ্টেম্বর মাস পড়ে গেছে। পুজো আর এক মাসের অপেক্ষা। ফলে শহরের বাজারগুলিতে সপ্তাহান্তে পুজোর বাজারের ভিড় জমছে। এই অবস্থায় শনিবারের বৃষ্টি ও রবিবারের পূর্বাভাস ব্যবসায়ীদের কপালে ভাঁজ ফেলেছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে গোটা দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা প্রবল বৃষ্টি হবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button