
হাত দেখাতে সরল বিশ্বাসে ভরতচন্দ্র মণ্ডল নামে এক জ্যোতিষীর সঙ্গে তার বাড়ির একটি ঘরে গিয়েছিল মেয়েটি। জানা ছিলনা ভালমানুষ সাজা মধ্যবয়সী জ্যোতিষীর আসল মতলব। সেখানেই তাকে আচমকা ধর্ষণের চেষ্টা করে ওই জ্যোতিষী। অন্তত এমনই অভিযোগ করেছে নবম শ্রেণির এক ছাত্রী। ঘটনার শুরু শুক্রবার সন্ধেয়। নিউটাউনের প্রমোদগড়ে ভরতচন্দ্রের বাড়িতে হাত দেখাতে হাজির হয় নবম শ্রেণির ওই ছাত্রী। জ্যোতিষীর সামনে আসার পর ওই ছাত্রীকে হাত দেখার নাম করে ঘরের মধ্যে নিয়ে যায় ভরতচন্দ্র। ছাত্রীর অভিযোগ, সেখানেই তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে ওই জ্যোতিষী। মেয়েটি চেঁচামেচি শুরু করলে সকলে ছুটে আসেন। ভরতচন্দ্রকে আটকে রাখেন তাঁরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওযা হয়।