
বৃষ্টিভেজা রাতের পর আগুন জ্বলা ভোর। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ বিবাদী বাগ চত্বরের পুরানো অফিস বিল্ডিং ডানকান হাউসে আগুন লাগে। নেতাজি সুভাষ রোডের ওপর এই বাড়ির একতলায় প্রথমে আগুন লাগে। দ্রুত তা দোতলাতেও ছড়িয়ে পড়ে। অফিস বাড়িটিতে অনেক সংস্থার অফিস রয়েছে। একতলা ও দোতলায় দ্রুত ছড়িয়ে পড়া আগুনে বেশ কিছু অফিসের ব্যাপক ক্ষতি হয়। আগুন লাগার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছয় দমকল। দমকলের মোট ১৫টি ইঞ্জিন প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে আগুনে বাড়িটির প্রভূত ক্ষতি হয়েছে। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল।