
বাড়ি থেকে উদ্ধার হল বাবা, মা ও মেয়ের দেহ। সোমবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাগুইআটি এলাকায়। পুলিশ সূত্রের খবর, বাগুইআটির একটি বাড়িতে কিছুদিন আগে থাকতে আসেন এই পরিবার। গত বৃহস্পতিবার বাড়ির পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রতিবেশি একটি পরিবারের সঙ্গে তাঁদের প্রবল বচসা হয়। এরপর এদিন সকালে বাড়ি থেকে পচা গন্ধ বার হতে দেখে প্রতিবেশিরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তিনজনের দেহ উদ্ধার করে। তদন্তে নেমে ৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যারমধ্যে ৩ জন মহিলা।