
এজেসি বোস রোড ফ্লাইওভারে মধ্যরাতে পুরকর্মীর রহস্যমৃত্যু ঘিরে ধোঁয়াশা ছড়াল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল দ্রুত গতির কোনও গাড়ি এসে তাঁকে ধাক্কা মারলে মৃত্যু হয় নওলকিশোর রায় নামে ওই পুরকর্মীর। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দেয় ফ্লাইওভারের সিসিটিভি। সিসিটিভি ক্যামেরায় ওই সময়ে কোনও গাড়িকে ফ্লাইওভারে উঠতে দেখা যায়নি। তাহলে কিভাবে মৃত্যু হল ওই পুরকর্মীর? এ প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে ফ্লাইওভারে প্যাচ ওয়ার্কের কাজ শেষ করে পুরকর্মীরা ফ্লাইওভারের ধারেই বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময়েই মৃত্যু হয় ওই পুরকর্মীর। তবে কী প্যাচ ওয়ার্কের কাজে ব্যবহৃত রোলারের ধাক্কাতেই মৃত্যু হল ওই পুরকর্মীর? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।