কলকাতার লিসে স্কুলকে আইসিএসই বোর্ড থেকে মধ্যশিক্ষা পর্ষদের আওতায় আনার চেষ্টা হচ্ছে। এমনই অভিযোগ করে বুধবার দুপুরে গড়িয়াহাট মোড় অচল করে দিলেন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। এহেন প্রচেষ্টায় তাঁরা যে ক্ষুব্ধ তাও বারবার জানিয়েছেন বিক্ষুব্ধ অভিভাবকরা। তাঁদের দাবি, এই স্কুলে যখন তাঁরা তাঁদের সন্তানদের ভর্তি করেন তখন আইসিএসই বোর্ডের কথা মাথায় রেখেই ভর্তি করেছিলেন। আচমকা স্কুল ইচ্ছেমত এভাবে বোর্ড বদল করতে পারেনা। প্রতিবাদ জানাতেই তাঁদের বাধ্য হয়ে রাস্তা অবরোধের পথ বেছে নিতে হয়েছে বলে দাবি করেন অভিভাবকরা। এদিকে পুজোর মুখে গড়িয়াহাটের মত এলাকা স্তব্ধ হয়ে যাওয়ায় প্রবল যানজটের সৃষ্টি হয়। নাকাল হতে হয় বহু মানুষকে। অবশেষে অবরোধ সরাতে গড়িয়াহাট থানার পুলিশ হাজির হয়। পুলিশের মধ্যস্থতায় প্রায় ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেন অভিভাবকরা। পরে তাঁরা স্কুলের সামনে একজোট হয়ে বিক্ষোভ দেখান। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সদুত্তর না পেলে তাঁরা বিক্ষোভ অব্যাহত রাখবেন বলেও জানান অভিভাবকরা।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
October 16, 2024
আকাশে মেঘ, কোজাগরী লক্ষ্মীপুজো কি বৃষ্টিতে ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
October 9, 2024
আরও বেশি শক্তিশালী হল ভারতীয় নৌসেনা, সৌজন্যে বাংলার সংস্থা
Related Articles
Leave a Reply