
রাতের কলকাতায় ফের পুলিশের হেনস্থার খবর সামনে এল। মদ্যপ অবস্থায় পুলিশকে হেনস্থার অভিযোগে এক দম্পতি সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটে। পুলিশ সূত্রের খবর, পার্ক স্ট্রিটে এক দম্পতির গাড়ি দাঁড় করায় পুলিশ। তারপর সুরক্ষার স্বার্থে গাড়ি পরীক্ষা করতে যায়। এতেই হঠাৎ রেগে যান ওই দম্পতি। অভিযোগ কর্তব্যরত অ্যাডিশনাল ওসি ও সার্জেন্টদের সঙ্গে দুর্ব্যবহার করেন ওই দম্পতি। তাঁদের উর্দি ঘরেও টানাটানি করা হয়। এরপরই তাঁদের গ্রেফতার করে পুলিশ।