ভয়ঙ্কর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল শহরের অন্যতম সিনেমা হল জ্যোতি। লেনিন সরণির ওপর অবস্থিত এই ব্রিটিশ আমলের সিনেমা হলের বিশাল স্ক্রিন সেসময়ে আলোড়ন ফেলে দিয়েছিল। ২০০৮ সাল থেকে হলটি বন্ধ অবস্থায় পড়ে আছে। রাত ২টো ১০ নাগাদ আচমকাই হলটিতে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একে একে দমকলের ২৬টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দ্রুত আশপাশের বাড়ির লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভোর পৌনে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে সব শেষে। জ্যোতি সিনেমা হলের কিছুই আর তখন অবশিষ্ট নেই। আগুনের খবর পেয়ে মধ্যরাতেই ঘটনাস্থলে হাজির হন কলকাতার মেয়র তথা রাজ্যের দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আগুনে কারও কোনও ক্ষতি না হলেও অন্তর্ঘাতের প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি ফরেনসিক পরীক্ষা ও তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল। ১৯৩০ সালে তৈরি এই হলের ৭০ মিলিমিটার স্ক্রিন সেসময়ে সকলকে চমকে দিয়েছিল। যুগান্তকারী সিনেমা শোলে এই হলেই সবচেয়ে বেশিদিন একটানা চলেছিল। জ্যোতিতে নিয়মিত হলিউড ও বলিউডের ছবি প্রদর্শিত হত। সেই ইতিহাস এদিন সকলের চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
October 16, 2024
আকাশে মেঘ, কোজাগরী লক্ষ্মীপুজো কি বৃষ্টিতে ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
October 9, 2024
আরও বেশি শক্তিশালী হল ভারতীয় নৌসেনা, সৌজন্যে বাংলার সংস্থা
Related Articles
Leave a Reply