
পুজোর মাঝেই দমদমের জেশপ কারখানায় আগুন। সূত্রের খবর, সোমবার মধ্যরাতে কারখানার ১টি শেডে প্রথমে আগুন লাগে। তারপর দ্রুত তা ছড়িয়ে পড়ে দ্বিতীয় শেডে। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা। আগুনে ২টি শেডেরই ব্যাপক ক্ষতি হয়েছে। মাঝরাতে কারখানায় কিভাবে আগুন লাগল তা এখনও পরিস্কার নয়। আগুন লাগার সঠিক কারণ খুঁজে দেখার চেষ্টা চলছে। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ আগুন লাগেনি, লাগানো হয়েছে। এর পিছনে অন্তর্ঘাতের গন্ধ পাচ্ছেন তাঁরা। পুলিশ তদন্ত শুরু করেছে।