
খড় বোঝাই লরিতে আগুন লেগে মধ্যরাতে আতঙ্ক ছড়াল বন্ডেল গেট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে খড় বোঝাই লরিটি বালিগঞ্জ থেকে দাউদাউ করে জ্বলতে জ্বলতে বন্ডেল গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। রাতের ফাঁকা রাস্তায় এমন দৃশ্যে হতভম্ব হয়ে যান আশপাশের লোকজন। বন্ডেল গেটের কাছে এসে লরির চালক বুঝতে পারেন খড়ের গাদা জ্বলছে। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে চম্পট দেয় সে। লরির খালাশিও চালকের সঙ্গে পালিয়ে যায়। স্থানীয় মানুষজন দমকলে খবর দেন। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির চালক ও খালাশির খোঁজ শুরু করেছে পুলিশ।