দুই পাড়ার গণ্ডগোলটা নতুন নয়। তবে সেই গণ্ডগোল শুক্রবার সকালে চরম আকার নিলে স্তব্ধ হয়ে যায় মতিলাল নেহেরু রোড। বন্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তার দখল নেয় অগুনতি কাচ আর ইটের টুকরো। একদিকে মতিলাল নেহেরু রোড ৭ নম্বর বস্তি। অন্যদিকে মনোহরপুকুর রোড মাছগলি বাজার।
অভিযোগ এই দুই পাড়ার ২ যুবকের মধ্যে বৃহস্পতিবার রাতে প্রবল বচসা বাধে। যা পরে দু পাড়ার মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। কিন্তু তখনকার মত পুলিশ এসে অবস্থা সামাল দেওয়ায় গণ্ডগোল বেশি দূর এগোয়নি। যদিও চাপা উত্তেজনাটা ছিল। সেই উত্তেজনাই এদিন রণক্ষেত্র করে তুলল গোটা মতিলাল নেহেরু রোড এলাকা। এদিন সকালে দুই পাড়ার মধ্যে মারামারি শুরু হয়। দু’পক্ষই একে অপরকে লক্ষ করে দেদার কাচের বোতল আর ইট বর্ষণ শুরু করে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়ির মধ্যে ঢুকে পড়েন। বন্ধ হয়ে যায় দোকানপাট। বন্ধ হয়ে যায় এলাকা দিয়ে যান চলাচল। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে এই গণ্ডগোলকে কেন্দ্র করে শুক্রবার বিকেল পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা ছিল।