মঙ্গলবার রাতের পর বুধবার সকালেও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে বেলভিউতে হাজির হন মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। রাতে ভাল ঘুমের পর এদিন সকালে অভিষেক কথাও বলেন আত্মীয়দের সঙ্গে। তবে তাঁর এমআরআই করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকের। সাংসদের মাথা, বুক, ঘাড় ও পায়ে চোট রয়েছে। তাছাড়া চোখের তলার হাড়ে চিড়ও ধরেছে। এদিন তাঁকে দেখে যান ম্যাক্সিলোফেসিয়াল সার্জন অমিত রায়।
এদিকে শুধু তৃণমূল নেতারাই নন, অভিষেককে দেখতে হাজির হন অন্য দলের নেতারাও। মঙ্গলবার রাতেই বেলভিউতে হাজির হন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন সকালে সশরীরে না গেলেও ট্যুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া ট্যুইটারে আরোগ্য কামনা করে লেখেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাংসদ মহম্মদ সেলিম, রেলমন্ত্রী সুরেশ প্রভু-র মত বিশিষ্ট জনেরা। তৃণমূল সাংসদের আরোগ্য কামনা করে ট্যুইট করেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল।