সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের তলায় সফল অস্ত্রোপচার হল মঙ্গলবার। এদিন দুপুর ১টায় তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ১২ জন চিকিৎসকের উপস্থিতিতে ধাপে ধাপে তাঁর অস্ত্রোপচার হয়। প্রথমে চোখের আশপাশে কিছু চোট সারিয়ে তারপর হয় অরবিট ফ্লোর রিপেয়ারিং। চোখের তলায় বসানো হয় টাইটানিয়াম প্লেট। এই অপারেশন শেষে শুরু হয় ম্যাক্সিলো ফেসিয়াল অপারেশন। সহজ কথায় মুখে অপারেশনের পর যাতে সেখানে দাগ না থেকে যায় এবং মুখ যাতে পুরানো চেহারাতেই থেকে যায় তার জন্যই প্লাস্টিক সার্জারি করা হয়। সব পর্ব মিটতে ৪টে বেজে যায়। যেহেতু তাঁকে সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করা হয় তাই অস্ত্রোপচারের পর জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করে নিশ্চিন্ত হন চিকিৎসকেরা। বিকেল ৪টে ১০ নাগাদ তাঁকে ওটি থেকে বার করে জেনারেল বেডে দেওয়া হয়।
এদিকে অভিষেককে দেখতে বিকেলেই হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সকাল থেকেই তৃণমূলের বহু নেতানেত্রী বেলভিউ নার্সিং হোমেই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। অপেক্ষা করেছেন অভিষেকের অনুগামীরাও। অস্ত্রোপচার শেষে অভিষেক ভাল আছেন একথা শোনার পর তাঁর অনেকটা নিশ্চিন্ত হন। এদিকে অভিষেকের আরোগ্য কামনা করে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পূজা অর্চনার আয়োজন করেন তাঁর অনুগামীরা।