কলকাতার অন্যতম নিষিদ্ধপল্লি হিসাবে খ্যাত সোনাগাছির এক স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা নিরাপত্তারক্ষীর খুন ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর কলকাতার নীলমণি মিত্র স্ট্রিটে। কবিতা রায় নামে ওই মহিলার গলায় গামছার ফাঁসের দাগ ছিল। মাথা নোড়া দিয়ে থেঁতলানো। মৃতের পাশ থেকে সেই নোড়াও উদ্ধার করেছে পুলিশ।
সূত্রের খবর, দিন ২ আগে বউবাজার থেকে ২ কিশোরীকে উদ্ধার করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। বনগাঁর ওই ২ কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলকাতায় আনা হয়। তাদের উদ্ধারের পর ২ কিশোরীর পরিবারের হাতে তাদের তুলে দেওয়ার আগে তাদের নীলমণি মিত্র স্ট্রিটে ওই সংস্থার একটি হোমে এনে রাখা হয়। তাদের নিরাপত্তার দায়িত্ব ছিল কবিতা রায়ের ওপর। তারপরই বুধবার কবিতা রায়কে এভাবে নৃশংসভাবে খুন করা হল। ওই ২ কিশোরীরও কোনও খোঁজ নেই। কে বা কারা ওই মহিলাকে খুন করল তা তদন্ত করে দেখছে পুলিশ।