শুক্রবার থেকে এটিএম পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তার কিছুই হলনা। বরং মানুষের হয়রানি অব্যাহত রইল শনিবারও। এদিনও শহরের বহু এটিএমে সকাল থেকেই শাটার নামানো। কিছু এটিএম খোলা রেখে সামনে ঝোলানো আউট অফ অর্ডার। আর বাদবাকি যে কটি এটিএমে টাকা পাওয়া গেল সেখানে লাইন সাপের মত এঁকে বেঁকে পৌঁছে গেল দূরদূরান্তে। ঘণ্টার পর ঘণ্টা লাইন দেওয়ার পর এটিএম-এ পৌঁছে আদৌ টাকা মিলবে কিনা তা নিয়েও সন্দিহান দেখিয়েছে অনেককে। লাইনের পিছনের দিকে দাঁড়ানো অনেকেরই আশঙ্কা ছিল টাকা শেষ হয়ে যাবে না তো!
শনিবার হওয়ায় ব্যাঙ্কেও সকাল থেকেই লাইন দিয়েছেন অনেকে। অনেক ব্যাঙ্কের শাখার সামনে সকাল ৭টা ৮টা থেকেই লাইন দিয়ে অপেক্ষা করতে দেখা যায় উদ্বিগ্ন মানুষজনকে। ফলে সব মিলিয়ে টাকা বদলানো নিয়ে অশান্তি অব্যাহত। আগামিকাল অর্থাৎ রবিবারও ব্যাঙ্ক খোলা থাকায় কিছুটা সমস্যা মেটার সম্ভাবনা দেখছে আমজনতা।