যত দিন যাচ্ছে ততই ভায়নক হচ্ছে পরিস্থিতি। লাইন কমা দূরে থাক, ব্যাঙ্ক এটিএমের বাইরে উদ্বিগ্ন মানুষের ভিড় বেড়েই চলেছে। মাসের প্রথম শনিবার হওয়ায় এদিন ব্যাঙ্কের দরজা ছিল খোলা। ফলে শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন কোণায় ব্যাঙ্কের সামনে লাইন দেন মানুষজন। সারা সপ্তাহে কাজ ব্যস্ত থাকায় শনিবারের ছুটি যাঁদের আছে তাঁরা কাজে লাগানোর চেষ্টা করেন সেটা। মাসের শুরু। ফলে বাড়িতে বিভিন্ন খাতে মাসিক খরচের একটা চাপ থাকেই। আর সেই চাপ সামলাতে কার্ড নয়, নগদই ভরসা বলে জানিয়েছেন অনেকে। কারণ বাড়ির কাজের লোক বা দুধওয়ালা বা কাগজওয়ালা বা পাড়ার মুদিখানা কার্ড বোঝে না। ফলে তাঁদের নগদেই মেটাতে হয় মাইনে। ফলে টাকার দরকার। আর সেই টাকার জন্যই শনিবার বিভিন্ন ব্যাঙ্ক, এটিএমে উপচে পড়ল ভিড়। কেন্দ্রের নোট বাতিলের ঘোষণার পর প্রায় তিন সপ্তাহ কেটে গেছে। কিন্তু তাতে অবস্থার উন্নতি দূরে থাক ক্রমশ অবনতি হচ্ছে পরিস্থিতির। মানুষের উদ্বেগ বেড়েই চলেছে। যার বাস্তব ছবি ধরা পড়ল শনিবার।