রবিবার সকালে আগুন লেগে আতঙ্ক ছড়াল শহরের অভিজাত বিপণী সাউথ সিটি মলে। সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগে মলের ফুডকোর্টের ফলস সিলিং-এ। তারপর সেখান থেকে তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। খবর পাওয়ার পরই একে একে হাজির হয় দমকলের ইঞ্জিন। নিয়ে আসা হয় হাইড্রোলিক ল্যাডার। ফাঁকা করে দেওয়া হয় গোটা মল। সকালের শোয়ে সিনেমা চলছিল। তাই সিনেমা হল থেকেও দর্শকদের দ্রুত বাইরে বার করে আনেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে হাজির হন দমকলমন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। হাজির হন কলকাতা পুলিশের ডিসি সাউথ। কোনও অঘটন এড়াতে আসেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। বিচ্ছিন্ন করে দেওয়া হয় মলের বিদ্যুৎ সংযোগ। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। আগুনে এত ধোঁয়া তৈরি হয়েছিল যে গ্যাসমাস্ক পরে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করেন। ধোঁয়া বার করে দেওয়ার জন্য বেশ কয়েকটি কাচের জানলা ভেঙে ফেলা হয়। দমকলের প্রাথমিক ধারণা শর্টসার্কিট থেকেই আগুন লাগে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। মলের পিছনেই সাউথ সিটি আবাসন। শহরের অভিজাত আবাসনেও আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এদিনের অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।