জেশপ কর্ণধার পবন রুইয়াকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। রবিবার দুপুরে ধৃত জেশপ কর্তাকে ভবানীভবন থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়মমাফিক তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। তারপর সেখান থেকে সোজা ব্যারাকপুর আদালতে তাঁকে পেশ করে সিআইডি। সিআইডির তরফে তাঁকে হেফাজতে চাওয়া হলে তা মঞ্জুর করে আদালত। রেলের কোচ তৈরি করে দেওয়ার বরাত নিয়েও তা না তৈরি করা ও রেলের সরবরাহ করা কাঁচামালের হদিস না পাওয়ায় পবন রুইয়ার বিরুদ্ধে মুখ্যসচিবের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দেয় রেল। সেই অভিযোগের ভিত্তিতে গত শনিবার দিল্লি থেকে পবন রুইয়াকে গ্রেফতার করে সিআইডি।