রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ তাপস পালকে গ্রেফতার করল সিবিআই। সিবিআই সূত্রের খবর, প্রশ্ন এড়িয়ে যাওয়া, তথ্য গোপন করা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে তাপস পালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের আগে একদা বাংলার ডাকসাইটে নায়ক তাপস পালকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। রোজভ্যালি কাণ্ডে কয়েকদিন আগেই জিজ্ঞাসাবাদের জন্য তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের এই ২ সাংসদকে ডেকে পাঠায় সিবিআই। সুদীপবাবু কাজ থাকায় এখনও হাজির হতে পারেননি। তাপস পাল শুক্রবার সকালে সস্ত্রীক পৌঁছন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। হাতে ছিল একটা ফাইল। যাতে সিবিআইকে দেখানোর জন্য বেশকিছু নথি ছিল। যা সিবিআই তাঁকে সঙ্গে আনতে বলেছিল। সেসব নথি নিয়ে গম্ভীর মুখেই সিজিও-তে ঢুকে যান তৃণমূল সাংসদ। সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। সকালে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের দুপুরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিন্তু সেই পর্বেও তাপসবাবুর কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি বলে সিবিআই সূত্রের খবর। এরপরই সিবিআই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়। দিল্লির সদর কার্যালয়ের কাছ থেকে সিবিআই এ বিষয়ে প্রয়োজনীয় সবুজ সংকেত চায়। তা পাওয়ার পরই গ্রেফতার করা হয় তাপস পালকে। শনিবার তাঁকে আদালতে পেশ করবে সিবিআই।