তাপস পালের পর এবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করল সিবিআই। সিবিআইয়ের সমনে সাড়া দিয়ে মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আসেন সুদীপবাবু। শুরু হয় জেরা। মাঝে একটু বিরতির পর ফের জেরা শুরুর পর বিকেল ৩টে ১০ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই সূত্রের খবর, তথ্য গোপন, বয়ানে অসঙ্গতি, প্রামাণ্য নথি থাকা সত্ত্বেও স্বীকার না করা, রোজভ্যালি সংস্থা থেকে টাকা নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু ও তাপস পালকে জিজ্ঞাসাবাদের পরই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একগুচ্ছ তথ্য হাতে আসে সিবিআইয়ের। সেসব তথ্য হাতে নিয়েই এদিন জেরায় বসেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, সুদীপবাবুর বিরুদ্ধে অভিযোগ রোজভ্যালির কোনও পদে না থেকেও রোজভ্যালির কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। এছাড়া তাঁর একটি গাড়ি কেনার টাকাও নাকি রোজভ্যালি দেয়। স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিকবার বিদেশ ভ্রমণের টাকাও নাকি যুগিয়েছিল রোজভ্যালি। যদিও এসব প্রশ্নের কোনও সদুত্তরও এদিন সিবিআইকে দিতে পারেননি এই তৃণমূল সাংসদ। এমনকি রোজভ্যালি কোথাও সমস্যায় পড়লে তা থেকে মুক্তির জন্য গৌতম কুণ্ডু বা তাঁর স্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই যোগাযোগ করতেন বলে অভিযোগ। আপাতত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে সংস্থার সঙ্গে তাঁর সম্পর্ক ও আর্থিক লেনদেন নিয়ে আরও তথ্য হাতে পেতে চাইছে সিবিআই।