রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানিয়ে এলেন তৃণমূলের নেতামন্ত্রীরা। তাঁদের দাবি, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালদের গ্রেফতার করিয়েছে। এর বিরুদ্ধে রাজ্যপালের কাছে প্রয়োজনীয় নালিশ জানিয়ে আসেন তাঁরা। সকালে তৃণমূলের এই প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর কিছুক্ষণ রাজভবনের গেটের সামনে স্লোগানও দেয়। অন্যদিকে তৃণমূল প্রতিনিধিদল বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় বিজেপির প্রতিনিধিদল। তারা পাল্টা নালিশ জানায় রাজ্যপালকে। তাদের দলীয় কার্যালয়ে তৃণমূল আক্রমণ চালিয়েছে বলে দাবি করে রাজ্যপালকে সবকিছু বিস্তারিতভাবে জানান প্রতিনিধি দলের সদস্যরা।