মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু পশ্চিমবঙ্গে জিতেছেন। বিজেপি সর্বভারতীয় দল। তাঁরা চাইলে তৃণমূল নেত্রীর দেশের যেকোনও জায়গায় যাওয়া বন্ধ করে দিতে পারেন। তৃণমূল সাংসদদের দিল্লিতে ঢোকাও বন্ধ করে দিতে পারেন। এদিন শহরে এসে রাজ্যের দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এমনই পাল্টা হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন। যদিও তিনি অসাংবিধানিক কথা বলছেন বলে পাল্টা দাবি করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কৈলাসের নাম না করে তাঁকে বিজেপির সিকি নেতা বলে কটাক্ষ করেন পার্থ। এদিকে এদিন বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির দলীয় কার্যালয় আক্রমণের সময় পুলিশ কমিশনার রাজীব কুমার হাত গুটিয়ে বসেছিলেন বলে দাবি করেন কৈলাস বিজয়বর্গীয়। আরও এক ধাপ এগিয়ে তাঁর দাবি, রাজীব কুমারই সেই পুলিশ আধিকারিক যিনি সারদার গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে দিয়েছিলেন।