টেট পরীক্ষার্থীদের চাকরি নিশ্চিত করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। টেট পরীক্ষার্থী অরূপরতন রায়ের করা অভিযোগের ভিত্তিতে এদিন বিধাননগর উত্তর থানা সকাল থেকে জয়প্রকাশকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। অরূপরতনের অভিযোগ, যখন তাঁরা টেট দুর্নীতির অভিযোগে আন্দোলন করছিলেন তখন তাঁদের কাছে আসেন জয়প্রকাশ। তখন তিনি কংগ্রেস নেতা ছিলেন। জয়প্রকাশের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। সেখানেই জয়প্রকাশ তাঁদের কাছ থেকে ১০ লক্ষ টাকা চান। বিনিময়ে চাকরি পাইয়ে দেওযার আশ্বাস দেন তিনি। পরে ৭ লক্ষ ২০ হাজার টাকা জোগাড় করে জয়প্রকাশের দফতরে দিয়ে আসেন তাঁরা। অরূপরতনের অভিযোগ, তারপরও চাকরি না হাওয়ায় অবশেষে তাঁরা বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করে পুরো বিষয় জানান। বিজেপি সভাপতিকে সব জানানোয় ক্ষুব্ধ জয়প্রকাশের তরফে তাঁদের হত্যার হুমকিও দেওয়া হয় বলে পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছেন অরূপরতন রায়। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন জয়প্রকাশ মজুমদারকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আর্থিক প্রতারণা, হুমকি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও বিজেপির দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার পরই মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছিলেন, তাঁরাও চাইলে গ্রেফতার করতে পারেন। জয়প্রকাশ মজুমদারের গ্রেফতারি সেই হুমকির ফল বলে দাবি করেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।