পুলিশি হেফাজতের হাত থেকে রেহাই পেলেন না বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এদিন বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হলে তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সওয়াল জবাবে জয়প্রকাশের আইনজীবী দাবি করেন, জয়প্রকাশকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। যে মামলার কথা বলা হচ্ছে তা সুপ্রিম কোর্টে করা হয়েছিল। পরে শীর্ষ আদালতের নির্দেশেই তা হাইকোর্টে বিচারাধীন। শিক্ষক ছাত্র সংগ্রাম মঞ্চের নামে ওই মামলার টাকা কোথা থেকে এল তা এবার আদালতে পেশ করুক পুলিশ। অন্যদিকে সরকারি আইনজীবী পাল্টা যুক্তি দিয়ে বলেন, জয়প্রকাশ মজুমদার আইনজীবী নন। তাহলে তিনি টাকা নিলেন কেন? এটা ছাত্রদের প্রতারণার ঘটনা। টাকা নেওয়ার কথা জয়প্রকাশ জেরায় স্বীকারও করেছেন। দুপক্ষের বক্তব্য শোনার পর জয়প্রকাশ মজুমদারকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিন বিচারক। এদিকে জয়প্রকাশের পরিবারের প্রশ্ন, ৬ মাসের পুরানো অভিযোগের তদন্ত আচমকা এখন কেন শুরু হল? এতদিন কেন জয়প্রকাশকে ডাকা হল না? জয়প্রকাশ মজুমদার রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেও দাবি করেন তাঁরা।