চিটফাণ্ডের বিরুদ্ধে বুধবার সল্টলেকের করুণাময়ীতে সভা করল সিপিএম। সভায় উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, গৌতম দেব, সূর্যকান্ত মিশ্র সহ আরও অনেকে। সভামঞ্চ থেকেই এদিন নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়ে রাখলেন সূর্যকান্ত মিশ্র। রাজ্য ক্রমশ পিছচ্ছে বলে দাবি করলেন সীতারাম ইয়েচুরি। আর বলতে উঠে তৃণমূলকে বিমান বসুর কটাক্ষ, চোরের মায়ের বড় গলা! বিমানবাবু এদিন স্বীকার করে নেন বাম আমলে চিটফান্ড হয়েছে। কিন্তু সেই চিটফান্ডে লাভাবান হয়েছেন কেবল তৃণমূল নেতারাই বলে দাবি করেন তিনি। বিমান বসু এদিন চ্যালেঞ্জের সুরেই বলেন, একের পর এক তৃণমূল নেতার ডাক পড়ছে। কিন্তু সিপিএম নেতাদের টিকিও ছুঁতে পারছে না কেউ! পাশাপাশি বামপন্থী মনোভাবাপন্ন মানুষজনকে আরও একজোট হয়ে চিটফান্ড কাণ্ডের শিকারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিমানবাবু।