মিলনমেলা প্রাঙ্গণে শুরু হল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ২ দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলার পুরনো ঐতিহ্যের কথা তুলে ধরেন। বাংলা আজ যা ভাবে, ভারত কাল তা ভাবে। সেকথা ফের এদিন মনে করিয়ে প্রণব মুখোপাধ্যায় বাংলায় বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তাই দিলেন। বাংলায় বাণিজ্য বিকাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক ইচ্ছারও প্রশংসা করেন তিনি। এই সম্মেলনে যোগ দিয়েছেন ২৯টি দেশের প্রতিনিধিরা। এছাড়া ভারতের অনেক শিল্পপতিও রয়েছেন। তবে মুকেশ আম্বানি, যোগী দেবেশ্বরের মত মুখ এবারের সম্মেলনে অধরা। আসেননি কেন্দ্রের কোনও মন্ত্রীও। গতবার যেখানে অরুণ জেটলি, নিতিন গডকরীরা সম্মেলনে হাজির থেকে বাংলায় বিনিয়োগ নিয়ে লম্বাচওড়া প্রশস্তি করে গিয়েছিলেন, এবার তাঁরাই এলেন না।
রাজনৈতিক কারণকে সামনে রাখা হলেও এর পিছনে মুখ্যমন্ত্রীর নোট বাতিলকে কেন্দ্র করে জোড়াল আন্দোলনই দায়ী বলে মনে করছেন অনেকে। এদিন আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ একটা বড় পাওনা। এছাড়া গ্রেট ইস্টার্ন এনার্জি, ভারতী এন্টারপ্রাইজ বা হিরো সাইকেলের মত বেশ কিছু বিনিয়োগ এসেছে। এদিন রাজ্যে বিনিয়োগের সুবিধার কথা তুলে ধরতে মুখ্যমন্ত্রী সরকারের হাতে থাকা ল্যান্ড ব্যাঙ্কের বিশাল পরিমাণ জমির কথা বলেন। রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান সকলকে।