পরমা আইল্যান্ডে আন্দোলন করার সময় ধৃত বাম বিধায়ক সুজন চক্রবর্তী, বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের নিঃশর্ত জামিন দিল আলিপুর আদালত। এদিন বাম নেতারা সহ ১১২ জনকে জামিন দেওয়া হয়েছে। শনিবার তাঁদের আদালতে পেশ করতে আনার আগে আদালত চত্বরে বিক্ষোভ দেখান বামপন্থী আইনজীবীরা। হাজির ছিলেন বহু বাম কর্মী সমর্থকও। সকাল থেকেই আদালতের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা। বার করা হয় প্রতিবাদ মিছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তাঁরা। এদিন আদালতে আনা হলে গাড়ি থেকে নামার সময় সুজনবাবু ভাঙড় নিয়ে ক্ষোভ উগড়ে শিল্প সম্মেলন নিয়ে কটাক্ষ করেন। কটাক্ষের সুরেই সুজনবাবু বলেন, এমন শিল্প সম্মেলন করে কিছু বিদেশি ধরে আনতে চাইলে ডালহৌসি চত্বরে ঘুরলেই হল!